আহলে সুন্নাত যুব পরিষদের ঢাকা মহানগর আহবায়ক কমিটি গঠিত

আজ (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর ঢাকায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আহলে সুন্নাত যুব পরিষদের উদ্যোগে ঢাকা মহানগর কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা মোহাম্মাদ শফিকুল ইসলাম আল মুজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তারা সকল ধর্ষণ, বলাৎকার, নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। তারা তীব্র ঘৃণাসহ এমন নিন্দনীয় ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন ও অনুমোদন করায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে যুবকদের মাঝে ইসলামী আদর্শের বিকাশ ঘটানোর উপর গুরুত্বারোপ করে বলেন-একমাত্র ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমেই এ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা ফকির সৈয়দ মুসলিম উদ্দিন আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদের সম্মানিত আহবায়ক ফিরোজ আলম খোকন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, আহলে সুন্নাত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আ ন ম তোফায়েল আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা সাদেকুর রহমান খাঁন ও মাওলানা আহমদ রেযা আশরাফী, কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু, মাওলানা সদর উদ্দিন আল আযহারী, সাবেক ছাত্রনেতা জাবের হোসাইন, পীরে তরিকত সৈয়দ আরিফ বিল্লাহ রাব্বানী, মাওলানা আব্বাস আলী শরীফ, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, হাফেজ মাওলানা শাহজালাল, হাফেজ মাওলানা আব্দুল কাদের, গাজী মোহাম্মদ ওবায়েদ, মাওলানা কামরুল আহসান, মাওলানা সরওয়ার আলম, সৈয়দ তানভীরুল আমিন আল কাদেরী, জাকির হোসাইন আশরাফীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে আহলে সুন্নাত যুব পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে উত্তরে মাজহারুল করিমকে আহবায়ক ও মুহাম্মদ শাহজাহান পাটোয়ারীকে সদস্য সচিব এবং দক্ষিণে মোহাম্মাদ শফিকুল ইসলাম আল মুজাদ্দেদীকে আহবায়ক ও মুহাম্মদ মোহন মজুমদারকে সদস্য সচিব নির্বাচন করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে হযরত ইমাম হাসান (রাদিঃ) এঁর শাহাদাত বার্ষিকী, শেখ আহমেদ ফারুকী সেরহিন্দী মুজাদ্দেদ আলফে সানী (রহ:) ও আলা হযরত ইমাম আহমদ রেযা (রহ:) এর ওরশ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।