রাজধানীতে মাওলিদ সেলিব্রেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গতকাল ২৮ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামাআত মতাদর্শের সকল মসলক ও তরিকার তরুণ প্রজন্মের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং জাতীয় ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো মাওলিদ সেলিব্রেশন শীর্ষক সেমিনার এক রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে ধর্মের নামে উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মূল প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুবুর রহমান, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, ডক্টর সৈয়দ এমদাদ হোসাইন, ডক্টর মাসুম বাকী বিল্লাহ।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে আলোচনা করেন নির্বাহী মহাসচিব মাওলানা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী। আলোচকবৃন্দ রাসূল (দ:) এঁর মৌলুদ তথা দুনিয়ায় শুভাগমন বিশ্ব জাহানের জন্য রহমত এবং আল্লাহর শুকরিয়া আদায়ের নিমিত্তে আনন্দ প্রকাশ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ  কল্যাণকর আমল উল্লেখ করে বলেন, রাসূল (দ:) এঁর জীবনাদর্শই মানবজাতির জন্য একমাত্র মুক্তির পথ। রাসূল (দ:) এঁর প্রতি মহব্বত ও সম্মান প্রদর্শন, তাঁর সুন্নাহর অনুসরণের মধ্যেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত।

শফিক আল মুজাদ্দেদী ও শায়খ আরিফুর রহমান আশরাফীর সঞ্চালনায় উক্ত সেমিনারে তরুণ প্রজন্মের আলেম-ওলামাদের মধ্যে আলোচনা করেন, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মুফতি কে এম মোবারক হোসাইন, ডক্টর সিরাজুল ইসলাম, মুফতি মাসুদুর রহমান হামিদী, সিদ্দিকুর রহমান সরকার, শায়খ মহিউদ্দীন হামিদী, হাফেজ মাসুম বিল্লাহ আশেকীসহ অন্যান্যরা।

এছাড়াও বিষয় ভিত্তিক আলোচনা করেন বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ/উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিবৃন্দ। বক্তাগণ কুরআন-হাদিসের অপব্যাখ্যা করে ধর্মের নামে উগ্রতা ও সন্ত্রাসবাদ সৃষ্টির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রকৃত ইসলামের বাণী প্রচার, রাসূল (দ:) ও আউলিয়া কেরামের জীবনাদর্শ মেনে চলার উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

সেমিনারে দেশের বিশিষ্ট হাফেজ ও ক্বারীগণ সুমধুর স্বরে কুরআনে পাকের তিলাওয়াত এবং শায়েরগণ হামদে বারী তাআলা ও নাতে মুস্তফা পেশ করেন। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য পীর মাশায়েখ, দেশের বিভিন্ন দরবার থেকে আগত প্রতিনিধিবৃন্দ। ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, ছাত্র-শিক্ষক, পেশাজীবী-বুদ্ধিজীবী মহলের প্রতিনিধিবৃন্দ।

পরিশেষে মিলাদ ও কিয়াম শরীফে রাসূল (দ:) এঁর প্রতি সালাতু সালাম পেশ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলার পীর সাহেব শাহ্ মুহাম্মদ আহ্ছানুজ্জামান।

শায়খ এস এম ছদর উদ্দিন আল আজহারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।