আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে যোগদেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও মোটিভেশনাল স্পীকার ড. আল্লামা সাকিব ইকবাল শামী
গতকাল ১৪মার্চ ঢাকার শাহজাহানপুর মৈত্রী সংঘ ময়দানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন।বিশ্বব্যাপী দ্বীন ইসলামের শান্তির বারতা পৌঁছে দেয়ার লক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উদ্যোগে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা ও মুফাসসির হিসেবে উপস্থিত থেকে তাকরির পেশ করেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও মোটিভেশনাল স্পীকার ড. আল্লামা শায়খ সাকিব ইকবাল শামী। তার আগে যুক্তরাজ্যের বার্মিংহাম বিমান বন্দর হতে রওনা দিয়ে গত ১১মার্চ সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় বিমান বন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী,সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিন,যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন,যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ রফিকুল আজম আশরাফী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ কামরুল আহসান ও মেশকাত রেজা প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা শেখ মোহাম্মাদ আবদুল করিম সিরাজনগরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলনের উদ্বোধন করেন কো-চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীএম.পি।
আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলনে তাফসীর পেশ করেন- আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল ক্বাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের মহাসচিব, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী ওদেশবরেণ্য উলামায়ে কেরাম। বক্তাগণ ইসলামের শান্তি ও সাম্যের কথা বলতে সন্ত্রাস,জঙ্গিবাদ,মানুষ হত্যাকে ইসলাম কোনভাবেই স্বীকৃতি দেয়না বলে উল্লেখ করেন। তারা বলেন,কুরআন-সুন্নাহ,ইজমা-কিয়াসের বাইরে যারা নিজেদের মনগড়া কথা মত ও তাফসির করে তারা বাতেল। ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক নেই।তারা মানুষকে বিভ্রান্ত করছে,ইসলামে ফেতনা ছড়াচ্ছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। তাই বক্তাগণ মহাসম্মেলন থেকে সকলকে আল্লাহ্ ও তাঁর রাসুল(সাঃ)এর সহীহ দ্বীন তথা সিরাতাল মুস্তাকীমের পথে চলতে আহ্বান জানান। একই সাথে তারা অন্যান্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন,ইসলাম অপর ধর্মের প্রতি বিরোধ পোষণ সমর্থন করে না,সকলেই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।সেই মহাসম্মেলন থেকে বিশ্বের নানা প্রান্তে মুসলমানদের উপর নির্যাতনের নিন্দা জানানো হয় এবং করোনাভাইরাসের মহামারি হতে পানাহ ও বিশ্ববাসীর শান্তি কামনায় আল্লাহ্র রহমত চেয়ে বিশেষ দুয়া করেন।
দেশী-বিদেশী পীর মাশায়েখগণ,আন্তর্জাতিক ইসলামিক স্কলার, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, অধ্যক্ষ,মহাদ্দিস ,মুফতি ,প্রফেসর, লেখক ও গবেষক, বিশিষ্ট রাজনীতিবি্ সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা পেশার অপামর জনসাধারণ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, পীরে তরিকত হযরতুল আল্লামা কাজী গোলাম মহিউদ্দিন লতফী, পীরে তরিকত হযরতুল মাওলানা কাজী মোবারাক আলী, পীরে তরিকত হযরতুল আল্লামা রুহুল আমিন, পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি আতাউল মোস্তফাসহ রেজভীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।