বাফুফেতে সালাউদ্দিনের শেষ সভা বৃহস্পতিবার

৩ অক্টোবর বাফুফের নির্বাহী সভা। এই সভায় মূলত বাফুফের আসন্ন নির্বাচন নিয়েই আলোচনা হবে। নির্বাচনের আগে বাফুফের নির্বাহী সভা আর হওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। ফলে বৃহস্পতিবার বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের শেষ নির্বাহী সভায় সভাপতিত্ব করবেন।

৫ আগস্ট পরবর্তী সময়ে বাফুফে একটি জরুরি নির্বাহী সভা করেছে। সেই সভা হয়েছিল অনলাইনে। ৩ অক্টোবর বিকেলে আহ্বান করা সভাটি বাফুফে ভবনেই অনুষ্ঠিত হবে। সশরীরে কেউ আসতে না পারলে অনলাইনেও যুক্ত থাকার সুযোগ থাকছে।

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনের ভেন্যু হিসেবে আগেই নির্বাচন করেছিল বাফুফে। বৃহস্পতিবারের সভায় মূলত নির্বাচন কমিশন গঠন হবে। ২০০৮-২০২০ বাফুফের বিগত চার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ উদ্দিন। এবার সেই পদে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি ফুটবলের বিভিন্ন পক্ষের। নির্বাচন কমিশন গঠনের পর সেই কমিশন সভা করে নির্বাচনী তফসিল ঘোষণা করবে। বিগত নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য নির্বাহী সভায় নির্ধারিত হয়েছিল। এবার সেটি নির্বাহী কমিটি না নির্বাচন কমিশন নির্ধারণ করবে সেটাই দেখার বিষয়।