বান্দরবান জেলার লামা থানার কেয়াজুপাড়ার ৩০৩ নং ডলুছড়ি মৌজায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ১৬০০ একর লিজকৃত জমির মধ্যে ৪০০ একরের ওপর প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। লামা রাবার ইন্ডাষ্ট্রিজ পিএলসি এর ৪০০ একর জমি সন্ত্রাসীরা জোর পূর্বক দখল করতে গেলে লামা রাবার ইন্ডাষ্ট্রিজ পিএলসি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্যানেল কোড ১৫৪ ধারা জারি করে। দেশের আইন মেনে লামা রাবার ইন্ডাস্ট্রিজ সব ধরনের স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজ বন্ধ রাখে।
তবে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সন্ত্রাসী বাহিনীর সদস্যরা—অংক্য মার্মা @ উচিং জিমা মার্মা @ উ চাইন্দিমা (৬৯), যোহান ত্রিপুরা (৩৯), রেংয়োং মুরুং (৩৯), মতি ত্রিপুরা (২৫), রুংধজন ত্রিপুরা (৩০), লাংকন মুরুং (৪৯), রিংরং মুরুং (৫২), রেংয়েন মুরুং (৫৫), যোহন মুরুং (২৫), ইমচং মুরুং, রেং ইয়ং মুরুং @ দুইথং মুরুং (৩৮) সহ অন্যান্য অবৈধ অনুপ্রবেশকারীরা—৪ অক্টোবর ২০২৪ তারিখে সকাল ৭টায় লামা রাবার ইন্ডাস্ট্রিজের রাবার গাছ কেটে ফেলে এবং ৪০০ একর জমিতে জোরপূর্বক কলা, আম ও বনজ গাছ রোপণ করে এবং স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে।
তারা প্রশাসনের সতর্কবার্তা অমান্য করে আইন এবং প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছে। দুঃখজনকভাবে, প্রশাসন এই অপরাধমূলক কার্যক্রমগুলো নীরবভাবে প্রত্যক্ষ করছে, যা একটি বৈষম্যহীন দেশের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। লামা রাবার ইন্ডাস্ট্রিজ পিএলসি সন্ত্রাসীদের অবৈধ কাজে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে এবং ভবিষ্যতে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়।
এই পরিস্থিতিতে, দেশ ও প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমরা সন্ত্রাসীদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবৈধ অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করছি।