শেষ মুহূর্তে গোল হজম করে জয়হীন মেসির মিয়ামি

শেষ মুহূর্তে গোল করে যাদের জেতার অভ্যাস, তাদের অন্যতম ইন্টার মিয়ামি উল্টো গোল হজম করেছে শেষ সময়ে। ৯৫ মিনিটে গোল খেয়ে জয়বঞ্চিত হয়েছেন লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএসে) নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোল ড্র করেছে মিয়ামি।

গতকাল শনিবার রাতে নিউইয়র্কে ৭৫ মিনিটে অচলাবস্থা ভাঙে মিয়ামি। লিওনার্দো কাম্পানার গোলে লিড নেয় টাটা মার্টিনোর শিষ্যরা। চলতি মৌসুমে এটি কাম্পানার অষ্টম গোল।

৯৫ মিনিটে গোল করে নিউইয়র্ক এফসিকে সমতায় ফেরান জেমস স্যান্ডস। চলতি মৌসুমে মিয়ামির বিপক্ষে এটি দ্বিতীয় ড্র নিউইয়র্ক এফসির। এর আগে ৩০ মার্চ নিউইয়র্কের বিপক্ষে ১-১ সমতায় খেলা শেষ করেছিল মিয়ামি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৬৪। দ্বিতীয় স্থানে থাকা এফসি চিনচিনাতি তাদের কাছ থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে। যদি মিয়ামির চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

এই ম্যাচে কেবল একটি শট নিতে পেরেছিলেন মেসি। সেটিও লক্ষে ছিল না। দুই মাসের ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ।

New Era IT Village

  • Save