আমার শিক্ষালয় হিজরী নববর্ষ ১৪৪৬ উদযাপন
সুশৃংখল ও প্রসিদ্ধ ইসলামিক একাডেমি আমার শিক্ষালয়ে নিউ এরা ইসলামিক একাডেমী হিজরী সনের আগমনকে স্বাগত জানানোর জন্য দিনভর নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি সমূহঃ
✔ শিক্ষার্থীদের কে নিয়ে কোরআন তেলাওয়াত হামদে বারি তালা নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম সহ ইসলামিক নানা সাংস্কৃতিক চর্চা।
✔ আরবি মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে নতুন নতুন কুড়ি ছাত্র-ছাত্রীদের সাথে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলোচনা পেশ করেন।
✔ নতুন বছরে মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় দোয়া আয়োজন করা হয়।