হিজরী নববর্ষ গুরুত্ব ও তাৎপর্য

ইসলামিক ক্যালেন্ডারে হিজরী নববর্ষ একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উৎসব হিসাবে পরিচিত। এটি মুসলিম সমাজের জন্য একটি গভীরভাবে মূল্যবান ঘটনা যা বছরের শুরুতে পালন করা হয়। হিজরী ক্যালেন্ডারের নতুন বছরের উপলক্ষ্যে মুসলিম সমাজ ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করে।

হিজরী নববর্ষের মূল উদ্দেশ্য হল ইসলামিক হিজরীর স্মরণ করা। ইসলামের প্রথম দশকের এক প্রধান ঘটনা ছিল নবী মুহাম্মদ (সা:) ও তার অনুচরদের মক্কা থেকে মদীনা চলে গেলো, যা হিজরী হিসেবে পরিচিত। এই হিজরা ঘটনা ইসলামের ক্যালেন্ডার বদলে দেয়, এবং সেই ঘটনার পর হিজরী সাল ব্যবহৃত হত।

হিজরী নববর্ষের উপলক্ষ্যে মূলত অনেক ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান করা হয়। এটি মুসলিম সমাজের একটি সংস্কৃতির সাথে সম্পর্কে সাধারণ ধারণা এবং আদর্শের অংশ।

আল্লাহ তা’লা আরো এরশাদ করেন : إِنَّ عِدَّةَ الشُّهورِ عِندَ اللَّـهِ اثنا عَشَرَ شَهرًا في كِتابِ اللَّـهِ يَومَ خَلَقَ السَّماواتِ وَالأَرضَ مِنها أَربَعَةٌ حُرُمٌ ذلِكَ الدّينُ القَيِّمُ فَلا تَظلِموا فيهِنَّ أَنفُسَكُم وَقاتِلُوا المُشرِكينَ كافَّةً كَما يُقاتِلونَكُم كافَّةً وَاعلَموا أَنَّ اللَّـهَ مَعَ المُتَّقينَ ﴿التوبة-৩৬﴾ “নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীনদের সাথে রয়েছেন।  (সূরা আল-তাওবাহঃ ৩৬)

উপরোক্ত আয়াত থেকে প্রমাণিত কোরআনে আল্লাহ তায়ালা আরবি মাসের গুরুত্ব দেওয়ার জন্য আয়াত নাজিল করেন এবং ইসলামের বিভিন্ন আমলিয়াত আরবি মাস অনুযায়ী পালন করার গুরুত্ব দিয়েছেন।

আবদুল্লাহ ইবনে হিশাম বলেন- আল্লাহর রাসুল (সা.)-এর সাহাবিরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ

উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।

মাওলানা আনিছুর রহমান (মোবারক)