সুন্দর ও মসৃণ চুলের জন্য তিসির ব্যাবহার।

ঘরোয়া পদ্ধতিতে তিসি ব্যাবহার আপনার চুল করে তুলতে পারেন সুন্দর ও মসৃণ।
সুন্দর ও মসৃণ চুলের জন্য তিসির ব্যাবহার।

লাইফস্টাইল ডেস্কঃ

চুল যেন যেকোনো নারীর সৌন্দর্য বর্ধনের অলংকার। মজবুত এবং ঝলমলে চুল কার না পছন্দ! তাইতো সুন্দর চুল পেতে আমরা নানারকম পরিচর্যা করে থাকি। আজ জানাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তিসি ব্যাবহার আপনার চুল করে তুলতে পারেন সুন্দর ও মসৃণ।

তিসি বা ফ্ল্যাক্সিডের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তিসি হল এক ধরনের তৈলাক্ত বীজ। এর রয়েছে দানায় দানায় গুন। এই ফ্ল্যাক্সিডের জনপ্রিয়তা আজকাল ক্রমশই বাড়ছে। শরীরস্বাস্থ্য ভালো রাখতে তিসির ভূমিকা তো অনেকেই জানেন। কিন্তু এটা কি জানেন, চুল ভালো রাখতেও দারুণ ভূমিকা পালন করে তিসি? এই বীজটির মধ্যে ভরপুর আর্দ্রতার গুণ রয়েছে। শুষ্ক ক্ষতিগ্রস্ত চুলে আর্দ্রতা সঞ্চার করে তাকে সুস্থ, কোমল করে তুলতে পারে তিসি, চুল বশে রাখাও সহজ হয়।

তাহলে এখন জেনে নেয়া যাক কিভাবে চুলে তিসি ব্যাবহার করা যাবে। তিসি চুলে ব্যাবহারের জন্য প্রথমে এর থেকে একটি জেল তৈরী করে নিতে হয়।এটি বানানো সহজ, আর নিয়মিত ব্যবহার করলে স্বপ্নের মতো সুন্দর চুল পাবেন।

আপনার দরকার:

>>¼ কাপ তিসি
>>1 কাপ পানি
>>ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
>>বাটি
>>ছাঁকনি

ধাপ ০১: একটি বাটিতে পানি আর তিসি নিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সারা রাত না পারলে মোটামুটি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে।

ধাপ ০২: পরের দিন সকালে মিশ্রণটা সসপ্যানে গরম করুন। মিশ্রণটি গরম করার সময় ক্রমাগত নাড়তে থাকবেন। মিশ্রণ আরও ঘন হয়ে এলে বাটিতে ছেঁকে নিন।

ধাপ ০৩: হালকা সুগন্ধের জন্য কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিন। এতে জেলটি থেকে তিসির গন্ধ চলে যাবে।

ধাপ ০৪: এই জেলের মতো জিনিসটি ফ্রিজে রাখুন।

এরপর জেলটি তেলের মত করে চুলে ভালোভাবে ম্যাসাজ করে ব্যাবহার করবেন। ১ ঘন্টার মত জেলটি চুলে রেখে চুলটি স্বাভাবিকভাবে শ্যাম্পু করে নিবেন। চুল শুকানোর পরেই দেখতে পারবেন আপনার চুল হয়ে উঠেছে মসৃণ এবং ঝলমলে।

আরও পড়ুনঃ ইফতারে স্বাস্থ্যকর পানীয় খাবার কি ?