টেস্টে রানে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারাকে টপকে গেছেন ইংল্যান্ডের জো রুট। ১৩১ টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন লারা। ক্যারিবীয়ান বাঁহাতি ব্যাটার লারার রানকে টপকে বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টে ১২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন রুট। ১৪৩টি টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ ব্যাটার।
বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন লারাকে টপকে সর্বোচ্চ রান তালিকায় সপ্তমস্থানে উঠেন রুট। টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৮২ রানে অলআউট হয়। জবাবে দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭টি চারে ১২৪ বলে ৮৭ রান করে আউট হন রুট। এই ইনিংসের সুবাদে ১৪৩ টেস্টে রুটের রান এখন ১২ হাজার ২৭।
রুটের আগে টেস্টে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০ টেস্টে ১৫,৯২১ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান), ভারতের রাহুল দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান), ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক (১৬১ টেস্টে ১২,৪৭২ রান), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৩৪ টেস্টে ১২,৪০০ রান)।

