বিনোদন ডেস্কঃ
চণ্ডীগড়ের হরনাজ সন্ধুর মাথায় মিস ইউনিভার্সের তাজ ওঠার সঙ্গেই কাটে দীর্ঘদিনের ইন্ডিয়াতে খরা। দু’ দশক পর এই সম্মান আসে দেশে। তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে ইজরায়েলে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার আঙিনায় সকলের মন জয় করেছিলেন ২১ বছর বয়সি এই তরুণী।
তবে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশে ফেরার পর সম্প্রতি হরনাজকে দেখা গেল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। পাশাপাশি তিনি হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইক-এর মার্জার সরণিতেও। ডিজাইনার শিবান এবং নরেশের পোশাকে তিনিই ছিলেন শোস্টপার। কিন্তু প্রশংসা, স্তুতির পাশাপাশি এসেছে ট্রোলিংও। নেটিজেনদের একাংশের মত, হরনাজের ওজন বেড়ে গিয়েছে অনেকটাই। তাঁর জ’ লাইন আগে স্পষ্ট ছিল। কিন্তু এখন মুখ ফুলে গিয়ে পাল্টে গিয়েছে চেহারা তথা মুখের আদল।
এই বিষয়ে মুখ খুললেন স্বয়ং হারনাজ নিজেই। জানালেন কেন ক্রমাগত বেড়ে যাচ্ছে তার ওজন। তিনি আরও জানালেন কোনো ডায়েটেই নিয়ন্ত্রণে আসছে না শরীর। এক জটিল রফগে আক্রান্ত হন তিনি। ওই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় অস্বাভাবিকভাবে মুটিয়ে যাচ্ছেন পাঞ্জাবের ২১ বছর বয়সী এ সুন্দরী।
হারনাজ গত বছরের ১৩ ডিসেম্বর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হিসেবে মিস ইউনিভার্স জেতেন। সেদিন প্রশংসার জোয়ারে ভেসেছিলেন পাঞ্জাবের এ তরুণী। তবে সেই সুখকর সময় যেন দ্রুত পাল্টে গেছে। পাল্টে গেছে তার ভক্তদের মানসিকতাও।
ওজন বাড়ার কারণে তাকে বিদ্রুপ সইতে হচ্ছে। এ বিষয়ে মুখ খুলেছেন হারনাজ নিজে। জবাব দিয়েছেন বিদ্রুপের। দিনের পর দিন নিজের বাড়তি অজন নিয়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। তার সাথে নেটিজেনদের সমালচনা ও ট্রল তো আছেই। হারনাজ জানান, তিনি সিলিয়াক রোগে আক্রান্ত। সেই কারণে তার ওজন বেড়ে যাচ্ছে।
কী এই রোগ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লু-টেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে।
এ কন্ডিশনের প্রভাবে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ু ও হাড়ের সমস্যা মারাত্মক রূপ নিতে পারে। এতে ওজন কমে যেতেও পারে, আবার অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যার শঙ্কাও থাকে।
নিজের এ রোগের বিষয়ে কথা বলতে গিয়ে হারনাজ বলেন, ‘প্রথমে আমাকে কম ওজনের জন্য কথা শুনতে হতো। এখন ওজন বাড়ছে, তবুও কটাক্ষ শুনতে হচ্ছে। নিজের পছন্দের খাবার খেতে পারি না।’
এই রোগের একমাত্র উপশম হল ডায়েট থেকে গ্লাটেন সম্পূর্ণ রূপে বাদ দেওয়া। ডাক্তারের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ ডায়েট তৈরি করতে হবে।
আরও পড়ুনঃ যে কারণে জীবন বদলে যায় অক্ষয়ের!