আজ মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাচ্ছে গণসংহতি আন্দোলন। দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
নিবন্ধন দেওয়ার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা নির্বাচন কমিশনের আপিল কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় আজ দুপুর সাড়ে ১২টায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া হবে।