গ্রেফতার শাহরিয়ার কবির; ঢাকায় সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত

গতকাল রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে, রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আনা হয় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। জানা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক থানায় হত্যা মামলা হয়েছে। সেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।

এছাড়াও সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।