‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’র উদ্যোক্তা মহাসম্মেলন-২০২২

অনুষ্ঠিত হলো 'উদ্যোক্তা মহাসম্মেলন-২০২২
‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’র ‘৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী’ ও ‘উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২’।

জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’র আয়োজনে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে হয়েছে ‘৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী’ ও ‘উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২’।

১২ মার্চ রোজ শনিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্যোক্তা মহাসম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ অনুষ্ঠানে উদ্যোক্তা তৈরিতে সংগঠনের কর্মকান্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। আইএসপিএবি‘র সভাপতি এমদাদুল হক এবং কয়েকজন উদ্যোক্তা তাদের উদ্যোক্তা হওয়ার কাহিনী তুলে ধরেন। যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা একেক জন সফল উদ্যোক্তা হয়েছেন। কয়েক জন নারী উদ্যোক্তাও অনুরূপ অনুভূতি ব্যক্ত করেন। মন্ত্রী তাদের উঠে আসার কাহিনী শোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,‘যে গল্প শুনলাম তা বাংলাদেশের জন্য পথ দেখানোর গল্প’।

উক্ত সম্মেলনে বাংলাদেশের ৬৪টি জেলা ও বিশ্বের ১৮টি দেশ থেকে পাঁচ হাজার তরুণ উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহন করে। অনুষ্ঠানে ১২৫ জন উদ্যোক্তার পণ্য প্রদর্শন করেন স্টলের মাধ্যমে। এ পর্যন্ত ৬ লাখের বেশি তরুণকে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আয়োজনে বিভিন্ন দেশ ও জেলার উদ্যোক্তাদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সঠিক পরিবেশ ও সুযোগ পেলে বাংলাদেশের তরুণরা অসাধ্য সাধনে সক্ষম। ‘বাংলাদেশ এখন তারুণ্যের রাষ্ট্র’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যখন কর্মক্ষম জনসংখ্যার অভাবে ভুগছে, তখন বাংলাদশের তরুণ প্রজন্মের জন্য সুযোগের দরজা খুলে গেছে। পপুলেশন ডিভিডেন্ট বাংলাদেশের জন্য বড় সুযোগ। । আমি ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’র সাথে সবসময় থাকবো।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনারা তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি, আপনাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। আমরা যখন সরকারি সফরে বিদেশ যাই, তখন বিভিন্ন দেশের অফিসিয়ালরা আমাদের দেশের তরুণদের বেশ প্রশংসা করেন। তারা বলেন, আপনাদের কাজের জন্যই বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছে।’

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের নিয়ে কাজ করতে বেশ স্বাছ্যন্দ বোধ করেন। বিশেষত উদ্যোক্তাদের জন্য তিনি সবসময়ই অনেক বেশি উদার। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কিভাবে তরুণদের আরও বেশি ব্যবসাবান্ধব করা যায়, তা নিয়ে তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন’, বলেন তিনি।

আয়োজনে উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে সেশন নিচ্ছেন বিশেষ অতিথি এসোসিওর (বাংলাদেশ) ফার্স্ট চেয়ারম্যান আবদুল্লাহ্ কাফি, এসবি টেক অ্যান্ড এসবিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সোনিয়া বশির কবির, চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির, দৈনিক প্রথম আলোর হেড অব ইয়ুথ পোগ্রাম মুনির হাসান, ইও বাংলাদেশের প্রেসিডেন্ট মাইক কাজী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, নগদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন, Ranks এফসি প্রোপার্টিজ লি. এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, দারাজের সিওমও তাজদীন হাসান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, ‘আজ প্রমাণ হয়ে গেলো আরেকবার আমাদের প্ল্যাটফর্মের শক্তি, আমরা নিয়মিত প্রশিক্ষণ কাজ চালিয়ে যাবো। বিগত ১৫৩১ দিনের মতো একদিনের জন্যেও বন্ধ থাকবে না উদ্যোক্তাদের এই প্রশিক্ষণের বিশ্ব ইতিহাস ৷ আমরা ইতোমধ্যেই বৈশ্বিক স্বীকৃতিও পেয়েছি, কাজ করে যাবো ভবিষ্যতের জন্য।’

আরো পড়ুন: অল্প খরচে তিতির পাখি পালনে স্বাবলম্বী মো. শাহ আলী