অব্যাহত আছে সামাজিক সংগঠন ‘ইয়েস বাংলাদেশ’ ও ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ এর যৌথ সেবা ও ত্রাণ কার্যক্রম। ঢাকা ও গাজীপুরের পর এবার কুষ্টিয়া জেলায় কাজ শুরু করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন ও ইয়েস বাংলাদেশের সদস্যরা। তারা করোনাভাইরাস জনিত মহামারীর শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা উপজেলাতে খাদ্য সামগ্রী সহায়তা নিয়ে কাজ করছে ‘ইয়েস বাংলাদেশ’ ও ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’। সম্মিলিত সামাজিক আন্দোলন ও ইয়েস বাংলাদেশের প্রতিনিধি জনাব সিরাজুল ইসলাম লিটু বলিষ্ঠ ভূমিকা পালন করছে। সেই সঙ্গে তার সাথে সহযোগিতায় আছে কাজী ইশতিয়াক রাবু, কামরুজ্জামান আহমেদ হিমেল, মোহাম্মদ তৌহিদ ইকবাল ও মোহাম্মদ আল মাহমুদ শুভ। সিরাজুল ইসলাম লিটু দেশের এই অবস্থায় মানুষের পাশে সকল বিত্তবানদের এগিয়ে আসতে বলেন। এই সময় সরকারের সকল পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। এই দুর্যোগ যতদিন থাকবে ততদিন সাধ্যমত মানুষের পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন। তাদের সকল কাজের সমন্বয়ে আছেন সম্মিলিত সামাজিক আন্দোলন ও ইয়েস বাংলাদেশের সংগঠক জুবায়ের আলম।