রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র্যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে তাকে আটক করা হয়। তিনি নৌকা প্রতীকে দুই বারের নির্বাচিত মেয়র।
বুধবার (১ ডিসেম্বর) সকালে র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে তিনি কটূক্তি করেন এবং সেটি নির্মাণে প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন। https://www.allbanglanewspaper.xyz/ যার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মেয়রের বিরুদ্ধে রাজশাহীতে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
গত ২৪ নভেম্বর পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। https://daynewsbd.com/123-2/ তাকে মেয়র পদ থেকেও অপসারণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।