সোনারগাঁও সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীতে ২০০০/২০০১ তম ব্যাচের মিলন মেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তীতে মাতোয়ারা হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ মিলন মেলায় ২০০০/২০০১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী শাহীন, মোক্তার, পরাগ সজিব, তানভির, রোমান, রবিন, আমির, বকুল, সফি, নুরে আলম, আরো অনেকে।

একত্রিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন, কেউ কেউ বলেন, সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসে মনে হয়, এ যেন এক প্রাণের মেলা, সবাইকে একসাথে পেয়েছি, অনেক ভাল লাগছে ২০০০-২০০১ ব্যাচের পক্ষথেকে থেকে অনুষ্ঠানের আয়োজক ও পরিচালনা কমিটি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ.আ. ম. স আরেফিন সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, এএইচএম মাসুদ দুলাল ও ইউএস বাংলা গ্রুপ এর চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএস বাংলা গ্রুপ এর চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ।সোনারগাঁও সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী ।