” যায় দিন ভালো, আসে দিন খারাপ”, এটি একটি প্রবাদ। আমাদের আগের প্রজন্ম একথা বলেছে, আমরাও বলছি। আমাদের পরের প্রজন্মও হয়তো বলবে।
এক টাকাকে চার ভাগ করলে ২৫ পয়সা যাকে আমরা বলতাম চার আনা এই চার আনাই পাওয়া যেত নাবিস্কো লজেন্স। লাল নীল কালো কাগজে মোড়ানো লজেন্সি ছিল যেন বাচ্চা ছেলে মেয়েদের খুশির করার উৎস।
শুধু লজেন্স না পাওয়া যেত কালার কাপ নামের লম্বা এক ধরনের চুইংগাম যা বেশ কিছুক্ষণ চাবালে ম্যাজিকের মত সাদা চুইংগামটি হয়ে যেত গোলাপি। এছাড়াও প্লাস্টিকের বোতল, ভাঙা লোহা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি।
চকলেটের পর ছিল খেলনা খেলার জন্য আধুনিক বা দামি কোন খেলনা ছিল না। বৈশাখী মেলা বা ঈদ এ ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের তৈরি পিস্তল আর মেয়েদের মাটির হাড়িপাতিল,পুতুল। আর কারো কাছে যদি ইয়ো ইয়ো থাকতো তাহলে তো কথাই নেই, তার সাথে সবাই বন্ধুত্ব করত যেন তার খেলনা সবাই ভাগ করে খেলার সুযোগ পায়।
তারপর পাওয়া যেত স্ট্রোর উপর দুই মাথার পাখা লাগানো হেলিকপ্টার,
pubg বা মোবাইল গেম না সেসময় আমাদের কাছে ভিডিও গেম হিসেবে ছিল রিংগিং নামক ডিভাইস।
তবে পকেটে কিছু টাকা থাকলে আর বাবা মাকে ফাঁকি দিতে পারলেই চলে যেতাম
তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব। বিকেল হলেই বন্ধুদের সাথে ফুল টোকা , পলান্টিস, ঘুড়ি ওড়ানো, দৌড় প্রতিযোগিতা আরো অনেক খেলা হত।
কিন্তু বাবার কড়া নির্দেশ থাকতো সন্ধ্যা হলেই হাত মুখ ধুয়ে বসতে হবে পড়তে। সন্ধ্যা হলেই শুরু হতে পড়াশোনা আর অপেক্ষা করা হতো কখন লোডশেডিং হবে, আর দাদা দাদির মতে কুপি বা মোমবাতির কম
আলোতে পড়লে চোখ নষ্ট হবে এই অজুহাতে উঠে পড়তাম পড়া থেকে। আর কারেন্ট আসতে আসতে পড়াশোনার সময় শেষ হয়ে যেত সেদিনের মত পড়াশোনার হাত থেকে বেঁচে যেতাম।
অবশ্য যদি থাকতো পরীক্ষা সেইরক্ষাও হত না। দরকার পড়লে চার্জার লাইট ব্যবস্থা করে দিত আমাদের
এমনই রোমাঞ্চকর অনুভূতি নিয়ে ৯০ দশকের ছেলেমেয়েরা বা শিশুরা কাটিয়েছে তাদের শৈশব। কতইনা সুন্দর ছিল সেই ছোটবেলার দিনগুলো। না ছিল দামি দামি ডিভাইস না ছিল দামি দামি প্রসাধনী আর খেলনা, তবুও যেন মনে হয় সেগুলোই ছিল স্বর্ণালী দিনসমূহের মধ্যে অন্যতম।
অভিজিৎ বসু যাই বোঝাতে চান না কেন, তার এই গান যেন সে সম্পর্কে কিছু বলতে চায়-
যে কাল স্রোতে তুমি, সে কাল কবলে আমি
কালের নিয়মে চলা তোমার আমার
কালের সাথেই হাঁটি, তুমি আমি পাশাপাশি
কালের কক্ষপথে এই পারাপার
অবিরাম হাতছানি কোন নির্জন
বেলা অবেলার এই নিয়ত দহন
কাল আকাল না ভেবেই ভাসছে জীবন
এ কাল নিঃস্ব করে তোমায় আমায়
মুক্তা আক্তার
ডে নিউজ বিডি