বিদেশে অনেকে পড়াশোনা করতে চান, তাই অনেকে বিদেশে পড়াশোনা করার পরিকল্পনাও করেন। সিঙ্গাপুর এর বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দেয় বিদেশি শিক্ষার্থীদের।
দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এশিয়ার শিক্ষার্থীদের স্নাতক বৃত্তি দেয়। টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং নবীনদের জন্য ভ্রমণ খরচ মেলে এ বৃত্তি পেলে। আবার নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ এবং এনটিইউ-ইউনিভার্সিটি স্কলারস প্রোগ্রাম স্কলারশিপ প্রদান করে। দুটি বৃত্তিতেই শিক্ষার্থীদের নানা আর্থিক সহায়তা করা হয়। এ বৃত্তিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিঙ্গাপুরে একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন সুযোগ প্রদান নিশ্চিত করে।
সিঙ্গাপুরে আরও কিছু বৃত্তি রয়েছে। এগুলোর মধ্য ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর স্কলারশিপ অন্যতম। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এসঅ্যান্ডটি) আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তি স্নাতক শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ সুযোগ। এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ভ্রমণের খরচ পান।
আবেদনের যোগ্যতাগুলো—
- সিঙ্গাপুরবাসী ছাড়া এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;
- শক্তিশালী নেতৃত্বের গুণাবলি এবং সম্ভাবনা;
- সহশিক্ষা কার্যক্রম এবং পাঠ্যক্রমবহির্ভূত নানা কর্মকাণ্ডের বিষয়ে আগ্রহ;
- হাইস্কুলে অসামান্য ফলাফল।
বৃত্তির সুবিধা—
- টিউশন ফি এবং প্রয়োজনীয় কিছু খরচের জন্য হাতখরচ;
- বছরে ছয় হাজার ডলার সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
- সেটলিং ভাতা ২০০ সিঙ্গাপুর ডলার;
- বাসস্থানের জন্য ভাতা।
বৃত্তির জন্য শর্তাবলি—
- এনইউএসে আবেদনের জন্য কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের বিষয়গুলোর থাকতে হবে:
- সিঙ্গাপুরের নিবন্ধিত কোম্পানির সঙ্গে ছয় বছরের পোস্টগ্র্যাজুয়েশন বন্ড থাকবে
- ন্যূনতম সিজিপিএ ৩.00 দশমিক ৫.00 থাকতে হবে।
- রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ (আরইপিএস)
এ বৃত্তিতে যোগ্যতা—
- সব দেশের নাগরিক এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
- এনটিইউয়ে রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পূর্ণ সময়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে।