২০২৪ সালের প্রথম দিনে নতুন বছর উপলক্ষে নিউ এরা ইসলামিক একাডেমীর প্রাঙ্গণে বই বিতরণী অনুষ্ঠান সম্পাদিত হয়, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
যেখানে উপস্থিত ছিলেন সম্মানীয় নিউ ঢাকা সিটির লিগ্যাল সেকশনের ম্যানেজার প্রধান অতিথি এস. এম. ফয়সাল, শ্রদ্ধেয় বিশেষ অতিথি নিউ ঢাকা সিটির এর ম্যানেজার কৃষিবিদ আনোয়ার হোসেন এবং স্কুল
নতুন শ্রেণিতে নতুন বই পড়া ও বিনামূল্যে সেগুলোর পাওয়ার আনন্দই আলাদা। সবচেয়ে বড় কথা, প্রতিবছর বই বিতরণকে কেন্দ্র করে কোটি কোটি কোমল প্রাণে যে উৎসবের ছোঁয়া লাগে, তাতে এক ধরনের সার্বজনীনতা রয়েছে। অনেক দরিদ্র পরিবার সন্তানদের নতুন বই কিনে দেওয়ার সামর্থ্য রাখে না। ফলে সেসব পরিবারের শিক্ষার্থীদের পুরোনো বই দিয়েই বছর পার করতে হতো। তবে টানা এক যুগেরও বেশি সময় ধরে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করায় বছরের শুরুতেই এখন সবার হাতে থাকে নতুন বই।
তাই এই কর্মসূচি সম্পাদনের জন্য নিউ এরা ইসলামিক একাডেমীর কর্মকরতাদের অভিনন্দন জানাই ।
মুক্তা আক্তার
পলাশপুর, মুন্সিগঞ্জডে
ডে নিউজ বিডি
০৩ জানুয়ারি ২০২৩