বিনামূল্যে সুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে নিউ ঢাকা সিটিতে

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে সুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পলাশপুর  এবং আশেপাশের এলাকার ৭ থেকে ১২ বছরের বাচ্চাদেরকে  নিয়ে ।  ২৬/০৩/২২ সাল থেকে হোপ’ ৮৭ ও কোয়ান্টাম ফাউন্ডেশন সহযোগিতায় নিউ ঢাকা সিটি এর এমডি মোহাম্মদ আলতাফ হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচিটি।

  • Save
  • Save
  • Save

এই কর্মসূচিটি প্রতিবছর অনুষ্ঠিত হবে নিউ এরা ইসলামিক একাডেমীর প্রাঙ্গণে। ইতিমধ্যে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়েছে নিউ এরা ইসলামিক একাডেমীর প্রাঙ্গণে। যেখানে প্রথম ২০ জন শিশুকে নিয়ে তাদের কার্যক্রম শুরু হয়েছে ।

হোপ’ ৮৭ ও কোয়ান্টাম ফাউন্ডেশন সহযোগিতায় নিউ ঢাকা সিটি এর এমডি মোহাম্মদ আলতাফ হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত কার্যক্রমের জন্য অভিবাদন জানাই ।

  • Save
  • Save

রোজ : বুধবার

অবস্থান: নিউ এরা ইসলামিক একাডেমি

পলাশপুর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ ।