দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় কুমারখালীতে সবচেয়ে বেশি ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ঢাকায় না হলেও চাঁদপুরে ১৮, গোপালগঞ্জে ১৬, দিনাজপুরে ১৪, চুয়াডাঙ্গায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া-বিদ মো.মনোয়ার হোসেন বলেন,বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে ভারী বর্ষেও হতে পারে। নির্ধারিত এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।