আবারও ‘কফি উইথ করণ’ ফিরছে।

আবারও ‘কফি উইথ করণ’ ফিরছে।
আবারও ‘কফি উইথ করণ’ ফিরছে।

বিনোদন ডেস্কঃ 

শেষ পর্যন্ত ফিরছে করণ জোহরের সেই বিখ্যাত কফির আড্ডা। কিছুদিন আগেই জনপ্রিয় শো কফি উইথ করণ নিয়ে দারুণ চমক দিয়েছিলেন কেজো।

সোশ্যাল সাইটে সঞ্চালক জানিয়েছেন কফি উইথ করণ-এর নতুন সিজন নিয়ে আর ছোটপর্দায় ফিরবেন না তিনি। অবশ্য তারপরই জল্পনা ভেঙে কেজো জানিয়েছিলেন,ছোটপর্দার বদলে এবার কফির আড্ডা দিতে ওটিটিতে ফিরছেন তিনি।

শোটি ২ জুলাই শনিবার ট্রেলারে লঞ্চ করা হয়। তাতে দেখা যায় অক্ষয় কুমার, অনিল কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সারা আলি খান, বিজয় দেভারকোন্ডা, সামান্থা প্রভু, শহীদ কাপুর, কিয়ারা আদভানিকে। এছাড়াও আরও অনেকেই আসবেন এ শো’তে।

বলিউড হাঙ্গামাকে শোয়ের হোস্ট করণ জোহর বলেছেন, ‘কফি উইথ করণ নিয়ে আবার ফিরে আসতে পেরে আমি উচ্ছ্বসিত, খুবই আনন্দিত। আশা করছি প্রতিবারের মতোই এবারও শোটি জনপ্রিয় হবে। দর্শকদের দেখতে ভালো লাগবে।’

‘কফি উইথ করণ’ শোটি প্রতি বৃহস্পতিবার ডিজনি + হটস্টারে দেখা যাবে ৭ জুলাই থেকে। এরই মধ্যে টিজার সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। আর সেই টিজার দেখেই নস্টালজিয়ায় মজেছে নেটদুনিয়া।

আরও পড়ুনঃ সিলভেস্টার কেলির ৩০ বছরের কারাদণ্ড