সিলভেস্টার কেলির ৩০ বছরের কারাদণ্ড

সিলভেস্টার কেলির ৩০ বছরের কারাদণ্ড.
সিলভেস্টার কেলির ৩০ বছরের কারাদণ্ড.

বিনোদন ডেস্কঃ

মার্কিন গায়ক রবার্ট সিলভেস্টার কেলি ওরফে আর কেলিকে শিশু ও মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে জরিমানাও করা হয়েছে।

বুধবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আদালত নারী, ছেলে ও মেয়েশিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছে। এর মধ্যে শেষ পাঁচ বছর প্যারোলে অর্থাৎ নির্বাহী আদেশে মুক্তি পাবেন কেলি

এ রায় ২৯ জুন দেওয়া হয়েছে। জেলের পাশাপাশি গায়ককে ১ লাখ ডলার জরিমানাও করা হয়েছে।

তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। গত বছরের সেপ্টেম্বরেই নিউইয়র্ক সিটি আদালতের বিচারক যৌন দাসত্বের উদ্দেশ্যে পাচার ও প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করেন তাকে। আরও আছে ৮টি অভিযোগ।তার বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।

এদিকে কেলির আইনজীবী বলেছেন, এই শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে।

আরও পড়ুনঃ আবারও মা হলেন গায়িকা ন্যান্সি।