পুরনো শাড়ি থেকে বানিয়ে নিন পছন্দের আউটফিট।

পুরনো শাড়ি থেকে বানিয়ে নিন পছন্দের আউটফিট।
পুরনো শাড়ি থেকে বানিয়ে নিন পছন্দের আউটফিট।

লাইফস্টাইল ডেস্কঃ

মায়ের আলমারিতে পুরনো শাড়ি আছে? সেগুলি কি আপনার মা আর পরতে চান না! আপনি এবার মায়ের পুরনো শাড়ি কাজে লাগান। মায়ের পুরনো শাড়ি দিয়ে বানিয়ে ফেলুন আপনার পছন্দের পোশাক। শাড়ি দিয়ে পোশাক বানানোর পদ্ধতি জেনে নিন চটপট, তাকে কাজে লাগিয়ে ফেলুন। 

ফ্যাশনে রিসাইকলিং এখন বেশ ট্রেন্ডিং! সেই কথা কি আপনি জানেন? একজন প্রকৃত ফ্যাশানিস্তার কিন্তু এই কথাটি অজানা থাকার কথা নয়। অর্থাৎ পুরনো ড্রেস বা শাড়ি থেকেই আপনি নতুন আউটফিট বানিয়ে নিতে পারেন। এখন আপনি ভাবছেন এমনও হয় নাকি, কেন হবে না! অবশ্যই হয়। ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা তাই করে দেখাচ্ছেন বারবার। আপনার বাড়িতে কি মায়ের পুরনো শাড়ি আছে, তবে এবার সেটাকেই কাজে লাগান। মায়ের পুরনো শাড়ি দিয়েই বানিয়ে নিন পছন্দের পোশাক। শাড়ি থেকে পোশাক বানানোর পদ্ধতি জেনে নিন আমাদের থেকে। খাতা পেন নিয়ে বসুন, নোট নিতে ভুলবেন না…

লহেঙ্গা বানিয়ে নিন

আপনার মায়ের পুরনো শাড়ি থেকে অবশ্য়ই একটি লহেঙ্গা বানিয়ে নিতে পারেন। আর এটাই সবথেকে দারুণ রিসাইকলিং পদ্ধতি হবে। আপনি একজন ভালো টেলরের কাছে যান। তাঁকে মায়ের পুরনো শাড়িটি দিন। অনেকেই মায়ের বিয়ের বেনারসিকে এভাবেই কাজে লাগিয়ে নেন। তা দিয়ে সুন্দর করে লহেঙ্গা বানিয়ে নিন। ফিউশন টাচের জন্য ওয়েস্টার্ন টপের সাহায্যে স্টাইলিং করুন। অক্সিডাইজড গয়না পরতে পারেন। বোহো-চিক লুক তৈরি করুন এভাবেই।

ফ্যাশনেবল দোপাট্টা

একটি শাড়ি থেকে খুব সুন্দরভাবেই দোপাট্টা বানিয়ে নেওয়া যায়। মায়ের আলমারিতে কি পুরনো চান্দেরি সিল্ক শাড়ি রয়েছে? সেই শাড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন আপনার দোপাট্টা। খুবই ভালো লাগে এই ধরনের দোপাট্টা। বেনারসি সিল্কের বা চান্দেরি সিল্কের দোপাট্টা যে কোনও সালোয়ার স্যুটের সঙ্গেই আপনি স্টাইলিং করতে পারেন। পুরো লুকটাই বদলে যায়। দেখতেও সুন্দর লাগে।

এছাড়া হ্যান্ড ব্লক প্রিন্টের শাড়ি থাকলেও তা থেকে আপনি এই ধরনের দোপাট্টা বানিয়ে নিতে পারেন। দোপাট্টার বর্ডারে সুন্দর কোনও ডিটেলিং যোগ করতে পারেন। এতে দোপাট্টার লুকটাই বদলে যায়। আপনি যে কোনও আউটফিটের সঙ্গে সেই দোপাট্টা স্টাইলিং করতেও পারেন। কাজে লাগিয়ে দেখুন এই টিপস…

জ্যাকেট বানিয়ে নিন

আপনার মায়ের আলমারিতে কি একটি সাদা ও সোনালির সিল্ক শাড়ি আছে? তাহলে আপনি খুব সহজেই তা দিয়ে একটি জ্যাকেট বানিয়ে নিতে পারেন। জ্যাকেটের সামনে বোতামের ডিটেলস যোগ করতে পারেন। ফুল স্লিভ জ্যাকেটে কলার ডিটেলিং ও বাটন ডিটেলিং খুব ভালো লাগে দেখতে।

তবে শুধুই এই ধরনের শাড়ি নয়, বরং সুতির শাড়ির সাহায্য়েও আপনি এই ধরনের জ্যাকেট বানিয়ে নিতে পারেন। নি-লেন্থ বা মিডি লেন্থের জ্যাকেট দেখতেও খুব সুন্দর লাগে। আপনাকে দেখতেও ভালো লাগে। এই জ্যাকেট আপনি কোনও শাড়ির সঙ্গে পরতে পারেন, বা আপনি জিন্স-টপের সঙ্গে পরে একটি ফিউশন লুক তৈরি করতে পারেন। খুব সুন্দ লাগবে।

দুই ধরনের শাড়ি দিয়ে একটি আউটফিট

আপনার মায়ের আলমারিতে একাধিক পুরনো শাড়ি আপনি পেয়ে যাবেন। যে শাড়িগুলো তিনি এখন আর পরতে চান না। সেরকম দুটি শাড়ি বেছে নিন। খুব ভালো হয় যদি আপনি দুটি শাড়ির রঙের ক্ষেত্রে কনট্রাস্ট বজায় রাখতে পারেন। উল্টো দিকে সেই শাড়ির মোটিফটি লক্ষ রাখুন।

দুটো শাড়ির মোটিফ যদি কাছাকাছি হয় তবে খুবই ভালো হয়। একটি শাড়ি দিয়ে আপনি এ-লাইন কুর্তা বানিয়ে নিতে পারেন। ঘের দেওয়া কুর্তাও করতে পারেন। আরও একটি শাড়ির কাপড় দিয়ে বানিয়ে নিন ফ্লেয়ারড প্যান্ট। দুটো দিয়ে স্টাইলিং করুন। আপনার লুক তৈরি।

ড্রেস তৈরি করুন

আপনি একটি শাড়ি দিয়ে ড্রেস বানিয়ে নিতে পারেন। মায়ের আলমারিতে যদি সুন্দর সুতির কোনও পুরনো শাড়ি থাকে, তা দিয়ে একটি নি-লেন্থ এ লাইনার ড্রেস বানিয়ে নিন। খুব ভালো লাগবে আপনাকে দেখতে। এছাড়াও এই গরমে আপনার জন্য একদম উপযুক্ত হবে এই ধরনের ড্রেস।

এদিকে আপনি একটু ভালো শাড়ি বেছে নিতে চাইলে নিতেই পারেন। সেক্ষেত্রে আপনি ফ্লেয়ারড ড্রেস বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগবে দেখতে। টুপার্ট ড্রেসও বানিয়ে নিতে পারেন। এছাড়াও আপনার পোশাকের সঙ্গে পরার মতো কেপ জ্যাকেটও বানাতে পারেন এই শাড়ি দিয়েই। খুব ভালো লাগবে দেখতে।

আরও পড়ুনঃ যেসব কারনে দুধের সাথে চিনি মিশিয়ে খাবেন না।