অনলাইন ডেস্কঃ-
পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে সড়কের পাশে ভারসাম্যহীন ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন।
জানা যায়, ভারসাম্যহীন ওই নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যানচালক রইস উদ্দীনের স্ত্রী।পরিবারের সদস্যরা জানান, সেলিনা নামে ওই নারী অন্তঃসত্তা হওয়ার পর স্বামীর বাড়ি থেকে এদিক-সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্ত্বার কারণে তাকে রাখা হয় বাবার বাড়িতে। একপর্যায়ে বাবার বাড়ির কাউকে কোনো কিছু না বলেই শনিবার সকালে হেঁটে বেরিয়ে পড়েন।
এরপর হঠাৎ প্রসব ব্যথা সইতে না পেরে সড়কের পাশেই বালুর স্তূপে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলেশিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সেলিনার স্বামী ভ্যানচালক রইচ উদ্দীন সময় সংবাদকে বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তাকে বাবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রাখা হয়। এর মাঝে আজ বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লে রাস্তায় সন্তান প্রসব করে। লোকের কাছে জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি।’
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক সময় সংবাদকে বলেন, ‘সদ্য জন্ম নেয়া শিশুটির নাকে ও মুখে বালু ছিল। হাসপাতালে আনার পর সব ময়লা পরিষ্কার করে ওই নবজাতকসহ তার মাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ ও ভালো আছে।’