ছুটির দিনে এক ঘণ্টা রাখুন চুলের বিশেষ পরিচর্যায়।

ছুটির দিনে এক ঘণ্টা রাখুন চুলের বিশেষ পরিচর্যায়।
ছুটির দিনে এক ঘণ্টা রাখুন চুলের বিশেষ পরিচর্যায়।

লাইফস্টাইল ডেস্কঃ 

চাকরিজীবীরা সব সময় চুলের যত্ন নিতে পারেন না, তাই ছুটির দিনে ঘরে বসে কিছু টিপস মেনে চললে চুল হয়ে উঠবে ঝলমলে।

সত্যি বলতে সারা সপ্তাহ রোদ, জল, ধুলোর আক্রমণে চুলের যে দুরবস্থা হয়, তা অন্তত খানিকটা পুষিয়ে নেওয়ার জন্য রবিবার ছাড়া আর সুযোগ কোথায়!

  • ​চুলে তেল মাখুন-

শুক্রবার যদি বাড়িতে থাকার প্ল্যান করেন, তা হলে চুলে তেল লাগানোর এটাই আদর্শ সময়।
টি ট্রি, ল্যাভেন্ডার, পেপারমিন্টের মতো অয়েল আপনাকে তরতাজা করে তুলবে।
শুষ্ক স্ক্যাল্প ও খুসকির হাত থেকে মুক্তিরও এটাই সেরা উপায়।

  • ​কালার্ড হেয়ারের জন্য বিশেষ যত্ন-

আপনার যদি চুলে রং করার অভ্যেস থাকে, তাহলে চড়া রোদ্দুর থেকে আপনার দূরে থাকা দরকার। চড়া রোদ বা তাপ চুলের রং নষ্ট করে চুল ভঙ্গুর করে দিতে পারে।
এ ক্ষেত্রে ছুটির দিনটাই পড়ে থাকে হাতের কাজে তাই রবিবার দরকার হয় চুলের বাড়তি যত্ন নেওয়ার।

কালার প্রোটেকট্যান্ট প্রডাক্ট ব্যবহার করতে পারেন।
পাশাপাশি এমন প্রডাক্ট ব্যবহার করতে শুরু করুন যা আপনার চুলকে ইউভিএ আর ইউভিবি-র হাত থেকে বাঁচাবে।

  • ​ডিপ কন্ডিশনিং-

ছুটির সময়টায় চুলের যত্নে খুব কাজে দেয় ডিপ কন্ডিশনিং।
এর ফলে চুলে পর্যাপ্ত আর্দ্রতা পৌছবে
চুল মসৃণ কোমল হবে সহজেই।

আরও পড়ুনঃ ভিন্নধর্মী রেসিপি- এগ দোসা।