স্বাস্থ্য ও লাইফস্টাইলঃ
জৈষ্ঠের প্রকৃতিতে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বৃষ্টি কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে তাপপ্রবাহ, বেড়েছে গরম। এভাবে চললে গরমের এই তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি কম থাকায় সোমবার (২৩ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। যদিও সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৪ মে) সকাল ৬টা পর্যন্ত দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।
এ সময় সবচেয়ে বেশি ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। এসময় ঢাকা বিভাগের মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির অভাবে ঢাকায় গরমও অনেকটা বেড়ে গেছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি না হয়নি। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে।
পল্টন থেকে মিরপুরগামী যাত্রী তারেক বলেন, ‘একে তো অসহ্য গরম। তার ওপরে রাস্তায় প্রচণ্ড যানজট। অবস্থা ভয়াবহ। যে কোনো সময় হিট স্ট্রোক হয়ে যেতে পারে। কবে যে বৃষ্টি হয়ে আবহাওয়া ঠাণ্ডা হবে!’
শিকড় পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, ‘সারাদিন বাস চালাই। রাস্তায় তীব্র জ্যাম। ঘামে-গরমে অবস্থা খারাপ। গরমে বেশি পানিও খেতে পারি না। বাথরুম করার কোনো ব্যবস্থা নাই রাস্তায় বা কোন স্টেশনে। সবসময় তো আর রাস্তার পাশে দাঁড়িয়ে বাথরুম করতে পারি না। বিশেষ করে দিনের বেলায়।’
গ্রিনরোড এলাকায় রিকশা চালান মতিন মিয়া (৫২)। তিনি বলেন, ‘রিকশা নিয়ে সকালবেলা বের হয়েছি। আর পারি না বাজান। রোদ-বৃষ্টিতেও রিকশা চালাতে হয়, না চালালে চলব কীভাবে? ঘরে আরও চারজন খানেওয়ালা। গরমে খুব কষ্ট হয়।’
গরমে যারা বাধ্য হয়ে ঘরের বাইরে বের হন, তাদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেন, ‘বাসা থেকে ছাতা নিয়ে বের হবেন। রোদ এড়িয়ে চলবেন। প্রচুর বিশুদ্ধ পানি এবং সম্ভব হলে খাবার স্যালাইন মেশানো পানি পান করবেন। কোনভাবে ভাজাপোড়া জাতীয় খাবার খাবেন না।’
চলমান গরম ও তাপমাত্রার বিষয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ,বগি লাইনচ্যুত