ডেমরায় ট্রাকচাপায় পড়ল মোটরসাইকেল, নিহত ২

রাজধানীর ডেমরায় ট্রাকচাপায় আরোহীসহ এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহতদের নাম – আকাশ (২১) ও ঐশ্বিক (১৯)

মঙ্গলবার দিবাগত রাত একটায় রাজধানীর কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বালুবাহী ট্রাক পেছন থেকে চাপা দিলে রাস্তায় ছিটকে পরে দুজনই গুরুতর আহত হন।

পথচারীরা আহত অবস্থায় দুজন কে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ঐশ্বিক চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।