গত ১৪ মে ঢাকায় হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো আজহারী স্কলারদের ”ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েট’স বাংলাদেশ শাখার অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত হাইসাম গোবাশী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমাম, শাইখুল আযহার আহমাদ তাইয়্যেব’র বিশেষ প্রতিনিধি ও ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. নাযির মুহাম্মদ আয়াদ। সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদাদ শরীফের সম্মানিত মুতাওয়াল্লী ও গাউসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিআল্লাহু তাআ’লা আনহুর সুযোগ্য আওলাদ শাইখ সাঈয়্যেদ আফীফুদ্দীন আবদুল কাদির আল মানছুর আল জিলানী মাদ্দাজিল্লুহুল আলী।
পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থাটির বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মুহাম্মদ মিজানুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সংস্থার বাংলাদেশ শাখার জেনারেল সেক্রেটারি ও সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান সাইয়েদ জালাল উদ্দীন আজহারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, মাদ্রাসার প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরসহ দেশবরেণ্য উলামা মাশায়েখ, ওস্তাজুল ওলামা, বিশিষ্ট বুদ্ধিজীবি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সাংবাদিক ও নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের আজহারী স্কলারসগণ।
শাইখুল আজহার আহমাদ আত তাইয়্যেব-এঁর পক্ষ থেকে অত্র সংগঠনের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট আলহাজ্ব সুফী মুহাম্মাদ মিজানুর রহমানের হাতে সংগঠনের চূড়ান্ত অনুমোদনপত্র ও ক্রেষ্ট তুলে দেন শায়েখ ড. নাযির মুহাম্মাদ আয়াদ। যার মাধ্যমে প্রায় ১১শত বছরের প্রাচীন, বিশ্বের সর্বপ্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
পবিত্র কিয়াম শরীফে সালাতু সালাম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মুনাজাত পরিচালনা করেন শাইখ সাঈয়্যেদ আফীফুদ্দীন আবদুল কাদির আল মানছুর আল জিলানী মাদ্দাজিল্লুহুল আলী।