রণবীর-আলিয়ার বিয়ের তারিখ প্রকাশ করা হয়েছে !

বেশ দীর্ঘ সময় যাবত প্রেম করে আসছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
রণবীর-আলিয়ার বিয়ের তারিখ প্রকাশ করা হয়েছে !

বিনোদন ডেস্কঃ

বেশ দীর্ঘ সময় যাবত প্রেম করে আসছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিভিন্ন সময় বলিউডের এ তারকা জুটি এক ফ্রেমে ক্যামেরাবন্দিও হয়েছেন। তাঁদের বিয়ে নিয়ে রয়েছে ভক্তদেরে কত জল্পনা কল্পনা। সব জল্পনার শেষ। বহু প্রতীক্ষিত সেই দিনের খবর এল অবশেষে। জানা গেল রণবীর কাপুর এবং আলিয়ার বিয়ের তারিখ। তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন ১৭ এপ্রিল, ২০২২। বলিউডের দুই পাওয়ার পরিবার কাপুর-ভাট আত্মীয়তার বন্ধনে বাঁধতে চলেছে পরিবারে ছেলে-মেয়ের জন্য।

বিয়ের পাঁচ দিন আগেই শুরু হয়ে যাবে নানা আচার-অনুষ্ঠান। অর্থাৎ ১৩ এপ্রিল থেকে শুরু হবে বিয়ের আয়োজন। মেহেন্দি, সংগীত সবই থাকবে এই সময়ের মধ্যে। কয়েকদিন ধরেই চলছিল জল্পনা ঠিক কবে হবে টিনসেল টাউনের সুপার কাপলের বিয়ে। শোনা যাচ্ছিল আগেই এপ্রিল মাসেই হবে বিয়ে। কিন্তু কবে তা জানা যাচ্ছিল না। তারমধ্যে রণবীরের জেঠু রণধীর কাপুর জানিয়ে ছিলেন তাঁদের পরিবারে বিয়ে হচ্ছে, এমন কোনও খবর তাঁর কাছে অন্তত নেই। এর মধ্যে রণবীর-আলিয়া দুজনেই তাঁদের ব্রক্ষ্মাস্ত্র ছবির জন্য বেনারসে শুটিংয়ে ছিলেন ব্যস্ত। তবে এখন পাকা খবর ১৭ তারিখের। প্রথমবার এই বিয়ের তারিখ নিশ্চত করে ই-টাইমস।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, ১৭ এপ্রিল বেশ গোপনীয়তায় বিবাহের পরিকল্পনা করা হয়েছে। মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউস) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ে। এখন চলছে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে বিয়ের দাওয়াতের পরিকল্পনা।

অন্যদিকে, বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান পাঁচদিনব্যাপী। বিবাহের উৎসব ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। শোনা যাচ্ছে মণীশ মালহোত্রা আর সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক পরবেন বিয়েতে।

আসলে আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদান অসুস্থ। তিনি চান প্রিয় নাতনির বিয়ে দেখে যেতে। রণবীরকেও তিনি খুব পছন্দ করেন। হবু নাতজামাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতাও খুব। তাই তাঁর ইচ্ছেতেই তড়িঘড়ি বিয়ে।

 

আরও পড়ুনঃ বলিউড অভিনেত্রী মালাইকা এখন হাসপাতালে!