বিনোদন ডেস্কঃ
মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তাকে নেভি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে মহাসড়ক ধরে ফিরছিলেন মালাইকা। পথে খোপোলির কাছে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মালাইকা কেমন আছেন তা নিয়ে বোন অমৃতা আরোরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মালাইকা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।’
এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘কপালে সামান্য চোট পেয়েছেন মালাইকা। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। রোববারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
মালাইকা বলিউডে তার আইটেম ড্যান্সের জন্য জনপ্রিয়। রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’, ‘ঝালাক দিখলা যা’র বিচারকও তিনি। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বেশ আলোচনায় তিনি।
সূত্রঃ জাগো নিউজ ২৪
আরও পড়ুনঃ কি কারনে ক্রমাগত বেড়ে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’ হারনাজ সান্ধুর ওজন?