অভিনয় জগত থেকে সরে যেতে চেয়েছিলেন আমির খান।

বলিউডে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ আমির খান ।
অভিনয় জগত থেকে সরে যেতে চেয়েছিলেন আমির খান।

বিনোদন ডেস্কঃ 

বলিউডে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ আমির খান । এমনকি বি- টা ঊনের ২ খান, শাহরুখ খান ও সালমান খানের পরেই আসে আমির খানের নাম। কিন্তু সম্প্রতি অভিনয় ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তার ভাষ্যমতে, একইসাথে পরিবার ও কাজের সঙ্গে মিল রাখতে পারছিলেন না তিনি। সেই থেকেই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা।

তার এমন সিদ্ধান্তের সাথে একমত হতে পারেনি তার সহধর্মিণী কিরণ ও তার সন্তানরা। তারা এই সিদ্ধান্তের ঘোড় বিরোধিতা জানায়। পরবর্তীতে পরিবারের অনুরোধেই আবার অভিনয় জগতে ফিরে আসেন এই তারকা।

সম্প্রতি ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ময়কর সব তথ্য দিলেন আমির নিজেই। তিনি জানান, সেই সিদ্ধান্তের কথা পরিবারের সবাই জানলেও গণমাধ্যমে ফাঁস করেননি তিনি। কারণ আমিরের ধারণা ছিল— তার মুক্তির অপেক্ষায় থাকা ‘লাল সিং চাড্ডা’ সিনেমার প্রচারের কৌশল হিসেবে এমনটি বলছেন বলে ভাবতে পারেন সিনেপ্রেমীরা। আর এমন ধারণা থেকে ভক্তদের মাঝে তাকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

আমির খান বলেন, ‘আমি তো সিনেমা ছেড়ে দিয়েছিলাম। যদিও সেটি কেউ জানে না। আমি এই প্রথম এটি নিয়ে কথা বলতে চলেছি। আমি আমার পরিবারকে বলে দিয়েছিলাম, এর পর থেকে আমি আর সিনেমায় কাজ করতে চাই না। আমি এর পর থেকে শুধু তোমাদের সঙ্গে সময় কাটাব। কিরণ আর ওর মা-বাবা, রিনা আর ওর মা-বাবা, আমার সন্তানরা ওখানে ছিল। আমার গোটা পরিবার অবাক হয়ে গিয়েছিল এমন একটা কথা শুনে। আমি ভাবলাম, আমার এখন উচিত সবাইকে ব্যাপারটা জানিয়ে দেওয়া। তার পর ভাবলাম এখন বললে সবাই ভাববে আমি লাল সিং চাড্ডার প্রোমোশনের জন্য এমন নাটক করছি।’

তবে কীভাবে এই কঠোর সিদ্ধান্তে বদল আনলেন? তারও উত্তর তিনি নিজেই দিলেন।

‘দঙ্গল’ খ্যাত তারকা জানান , সন্তানরা এসে আমাকে বোঝায়, আমার বড় ভুল হচ্ছে। আমার উচিত কাজ ও পরিবারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। কাজ ও পরিবার উভয়কেই সময় দেয়া উচিত। তারা মজা করে বলে, গত ৩০ বছরে আমার পরিবার আমার কাছ থেকে যতটুকু সময় পেয়েছে তার থেকে বেশি সময় পেয়েছে গত তিন মাসে। তাদের মনে হয়েছে এখন আমার থেকে তারা একটু স্পেস চান ।

আমির জানান, কিরণ কেঁদে কেঁদে তাকে বলেছিল— ‘আমি যখন তোমাকে দেখি, আমি দেখি ছবিরা তোমার মধ্যে ঘর করেছে। তুমি কী বলছ আমি সত্যি বুঝতে পারছি না।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

আরও জানুনঃ চার বছরের সম্পর্কের ইতি টানলেন শ্রদ্ধা কাপুর