রাজধানীতে ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক বুলবুল নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছে। ছিনতাইকারী টাকা-পয়সা, মোবাইল কিছুই নেয়নি।

রোববার (২৭ মার্চ)শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বুলবুল নোয়াখালীযাওয়ার উদ্দেশে থেকে বের হন। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে থাকা টাকা, মোবাইল কিছুই নেয়নি ছিনতাইকারী।

পরে হাসপাতালে নেয়া হলে রক্তক্ষরণে মারা যায় বুলবুল।