বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সফরকারী বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান সংগ্রহ করেছে। পুনর্নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করেছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ফারজানা হকের (৫২)।
স্বাগতিক নিউজিল্যান্ডের পক্ষে অ্যামি স্যাটার্থওয়েট নেন সর্বোচ্চ তিন উইকেট। ৫৯ রান থেকে থেকে ৮১ রানে যেতেই ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে একশ পেরোয় ফারজানা ও সোহানা মোস্তারির ২৭ রানের জুটিতে।
মোস্তারি ১৩ রানে আউট হলে ফারজানাও হাফ সেঞ্চুরি শেষে দ্রুতই আউট হয়ে যান। শেষ দিকে লতা মন্ডল সালমা খাতুনের দ্বায়ীত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ মোটামুটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। উভয়েই ৯ রান করে করেন।
আরও পড়ুন : প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিকের শিক্ষার্থীরা