প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিকের শিক্ষার্থীরা

ক্লাসে ফিরেছে প্রাথমিকের শিক্ষার্থীরা
করোনা মহামারির কারনে দফায় দফায় স্কুল ছুটি শেষে প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিকের শিক্ষার্থীরা।

করোনা মহামারির কারনে দফায় দফায় স্কুল ছুটি শেষে প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিকের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ২ মার্চ) থেকে সারাদেশের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অফলাইন বা শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে।

তবে চলমান করোনা পরিস্থিতি উন্নতি ও পর্যবেক্ষণ সাপেক্ষে প্রাক-প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে সরকার। এক্ষেত্রে আরও প্রায় অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি।

উল্লেখ্য, গত রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ২ মার্চ থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : পহেলা মার্চ থেকে অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে