চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে বার্সার পরাজয় বরণে বিদায় নিয়েছে জাভির ক্লাবটি। বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল ২-২ গোলে ড্র।
চলতি মৌসুমে দলের অনেক খেলোয়াড়কে ছেড়ে দিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দলের বিশ্বখ্যাত তারকা লিওনেল মেসির বিদায়ের পর একের পর এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্লাবটি। এরই মধ্যে ছিটকে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে। স্প্যানিশ লা লিগায়ও নেই ভালো অবস্থানে।
ফল নির্ধারণের জন্য অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলার অষ্টম মিনিটে গোল করে ফাইনালে উঠে যায় রিয়াল। তবে পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সাই। এমনকি রিয়ালের ১৪টি শটের বিপরীতে গোলের জন্য ২০টি শট করেছিল বার্সেলোনা।
আরও পড়ুন : বাবার মতোই জাদু দেখালেন থিয়াগো মেসি (ভিডিও)