বাবার মতো প্রতিভার ঝলক দেখাচ্ছেন লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো। বার্সেলোনা একাডেমির অনূর্ধ্ব-৮ দলের খেলোয়াড় সে। বয়স মাত্র ৭ বছর। এরই মধ্যে পায়ের জাদু দেখিয়ে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে মেসি পুত্র।
পায়ের জাদুতে দারুণ সম্ভাবনাময়ী খেলোয়াড় হিসেবে তাকে দেখা গেছে। এই যেমন বুধবার (৪ মার্চ) করেছে ২ গোল। বাবার মতোই ১০ নম্বর জার্সিতে খেলে। তবে মেসির মতো থিয়াগো বাঁ পায়ে শট নেয় না, এটাই পার্থক্য তাদের।
বার্সেলোনা একাডেমিতে দুই ভাগ হয়ে খেলেছে বয়সভিত্তিক দলটি। থিয়াগো খেলেছে সার্জিও দলের হয়ে। বার্সেলোনার তারকা খেলোয়াড় সার্জিও বুসকেটসের নামে নামকরণ করা হয়েছে দলটির। এই দলটির হয়ে ১০ নম্বর জার্সিতে নামা থিয়াগো করেছে জোড়া গোল।
থিয়াগোর দল জিতে ৯-২ গোলের বিশাল ব্যবধানে। এই জয়ে অবদান রাখা মেসি-পুত্রের জোড়া গোলের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রথম গোলটি থিয়াগো করেছে বেশখানিকটা দৌড়ে ডান পায়ের আড়াআড়ি শটে। আর পরের গোলটি করেন গোলপোস্টের সামনে থেকে সহজেই।