নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার জিহাদ উপজেলার তেরোবাড়িয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে ও সিংড়া বাজারের কসমেটিক ব্যবসায়ী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ওই তরুণী নারী ওয়ার্ডের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন।
সিংড়া থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে সিংড়ার ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন প্রতিবেশী যুবক জিহাদ। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জিহাদের দোকানে গিয়ে বিয়ের প্রস্তাব দেন ওই তরুণী। এতে জিহাদ রাগান্বিত হয়ে তাকে বেধরক মারপিট করে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।