খালেদ আহমেদের প্রথম শিকার বাবর আজম

বাবর আজমকে আউট করে খালেদ আহমেদের প্রথম টেস্ট উইকেট লাভ

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও।  আজ (মঙ্গলবার) ম্যাচের চতুর্থ দিনে ম্যাচের দশম বলেই উইকেটের দেখা পেলেন ডানহাতি পেসার এবাদত। এবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার আজহার আলি। এরপর দিনের পঞ্চম ওভারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বিদায় করে নিজের প্রথম টেস্ট উইকেট তুলে নেন খালেদ আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ২২০ রান।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে প্রায় ৮০ মিনিট পর সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়েছে আজকের খেলা। ৯৮ ওভার হওয়ার কথা থাকলেও হবে ৮৬ ওভার। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়, কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে তা সম্ভব হয়নি।

আধাঘণ্টার মধ্যহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে দুপুর ১টা ১০মিনিটে এবং তা শেষ হবে বিকেল ৩টা ১০ মিনিটে। ২০মিনিটের চা বিরতি শেষে দিনের তৃতীয় ও শেষ সেশন শুরু হবে সাড়ে তিনটায় এবং শেষ হবে সাড়ে ৫টায়।

এরপর দিনের পঞ্চম ওভারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বিদায় করে নিজের প্রথম টেস্ট উইকেট তুলে নেন খালেদ আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ২০৯ রান।

আরও পড়ুন : বৃষ্টি থামেনি, খেলা নিয়ে অনিশ্চয়তা