বৃষ্টি থামেনি, খেলা নিয়ে অনিশ্চয়তা

নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা বন্ধ করে দেয়া হয়

কম আলোয় গতকাল নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দেয়ায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল চেয়েছিলেন আজ সকাল ১০টার বদলে ৩০ মিনিট আগে খেলা শুরু করতে। কিন্তু রাত থেকেই টিপ টিপ বৃষ্টির কারনে পিচ ছিল কভারে ঢাকা।

সকাল ১০টা ৪০ মিনিটে মাঠ ও পিচ পরিদর্শনের কথা ছিল দুই আম্পায়ার মাইকেল গফ আর শরফুদৌলা ইবনে শহীদ সৈকতের। কিন্তু টিপ টিপ বৃষ্টির ধারা থামেনি।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে পাকিস্তান ২ উইকেট খুইয়ে করেছে ১৬১ রান।  বাবর আজ ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত ছিলেন। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। কম আলোর কারনে প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়েছে, আজ দ্বিতীয় দিন প্রথম সেশন পণ্ড হয়ে গেছে বৃষ্টির কারণে। আজ দিনে খেলা হওয়ার কথা ছিলো ৭৮ ওভার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা