চাঁপাইনবাবগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাঁশঝাড় থেকে মোছা. রিমা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজিরটোলা গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রিমা খাতুন সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তার মাকে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়।

এ ঘটনায় রাতে তার বাবা বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন। এ দিকে, সকাল প্রায় সাড়ে ৫টার দিকে এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশ ঝাড়ের একটি গর্তে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে নবাবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।