ঢাকা: ভালোবাসা দিবস উপলক্ষে লুমিনো পিকচার্স এর ব্যানারে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কাছে আসা’।
প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়া আর আবেগের মিশেলে মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন , তাহসান খান, সায়লা সাবি সহ আরও অনেকে।
নাটকটি প্রযোজনা করেছেন আর.এইচ তানভীর। নাটকটি সোমবার (১৭ ফেব্রুয়ারি) লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
‘কাছে আসা’ নাটকটি নিয়ে তাহসান খান বলেন, ‘নাম শুনেই পাঠক অনুমান করতে পারছেন নাটকের গল্পে কি আছে। তবে নাটকের গল্পে দর্শকদের প্রত্যাশার চাইতে ভিন্ন কিছু পাবেন দর্শক। সায়লা সাবির সাথে এর আগেও দর্শক আমাকে দেখেছেন । রেসপন্স খুব ভালো ছিলো। বান্নাহ’র পরিচালনায়ও দর্শক আমাকে ভালো ভাবেই গ্রহণ করেছেন। ‘কাছে আসা’ নাটকটি প্রচারের পর বোঝা যাবে, দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করবেন। এর আগে মন্তব্য করা মুশকিল। তবে আশা করছি, সবকিছু ভালো হবে।’