হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে করা মামলা প্রত্যাহার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
আজ বৃহস্পতিবার মামলার বাদী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা মামলা প্রত্যাহারের আবেদন করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
গত ২৯ জুলাই হাওয়া সিনেমা মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানা যায়, এই চলচ্চিত্রে একটি শালিক পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। গত ১৭ আগস্ট এ অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএস) আদালতে মামলা করে বন্যপ্রাণী দমন ইউনিট। ফলে জানা যায় মামলা নিয়ে বাদী ও আসামি পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। তাই বাদী পক্ষ মামলার প্রত্যাহার করেছে।
হাওয়া সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ আরো অনেকেই।
এই সিনেমায় হাশিম মাহমুদের কথা ও সুরে সাদা সাদা কালা কালা গানটি এখন দেশের মানুষের মুখে মুখে। সিনেমার জন্য গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। আর সংগীত করেছেন ইমন চৌধুরী।