ঢাকা: ১৩ মার্চ থেকে শুটিং শুরু হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শুটিং চলবে টানা ২৫ দিন। উপন্যাসটি চিত্রনাট্যে করেছেন জাকারিয়া সৌখিন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল ও সিনেমার প্রধান দুই চরিত্র সিয়াম আহমেদ-পরীমনি।
সিনেমা নিয়ে সিয়াম বলেন, ‘আমরা সবাই বন্ধু হিসেবে এ অ্যাডভেঞ্চারে অংশ নিলাম। যেখানে আমি কোনও সমস্যায় পড়লে শিশু-বন্ধুরা সমাধান খুঁজে বের করবে। কাজটা অনেক মজার হবে, অনুমান করতে পারছি।’
পরী বলেন, ‘নির্মাতা বলেছেন এটা শুটিং নয়, ২৫ দিনের একটা লঞ্চ ভ্রমণ। আমার কাছে বিষয়টিকে অ্যাডভেঞ্চারের মতো লাগছে।’
নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, ১৩ মার্চ সদরঘাট থেকে শুরু হবে শুটিং। সেখান থেকে ওঠা হবে লঞ্চে। শুটিং করতে করতে ২৫ দিনের মাথায় পৌঁছে যাবেন সুন্দরবনে!
লঞ্চে করে ঘুরবেন আর সময়-অসময়ে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের।এতে সিয়াম-পরী ছাড়াও থাকছেন একঝাঁক শিশুশিল্পী।
এদিকে মুহম্মদ জাফর ইকবাল শিশুশিল্পীদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন শুটিংয়ে নিজেদের পড়াশুনার বই-খাতা সঙ্গে নিয়ে যায়। তার মতে, সেখানে তাদের আর তেমন কাজ নেই। সরকারি অনুদানের এই বিশেষ সিনেমাটির সহ-প্রযোজনা করছে বঙ্গ।