নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি এই কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটি সম্ভব করেছে, এবং তারা এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই স্বাধীনতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।” তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, “আমার ওপর যদি ভরসা রাখেন, আশা করি দেশের কোথাও হামলা হবে না। কিন্তু আমার কথা যদি না শোনেন, তাহলে আমার এখানে কোনও প্রয়োজন নেই।” ড. ইউনূস জনগণকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আইন নিজের হাতে না নেওয়ার পরামর্শ দেন।
আবু সাঈদের স্মরণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, “তার কথা প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। তারপর থেকে কোনো যুবক হার মানেনি। তারা এগিয়ে গেছে।”
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আজকের তরুণ সমাজকে এটা বোঝানো জরুরি যে, এই দেশ তোমাদের। তোমরা এই দেশকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেহেতু স্বাধীনতা অর্জন করতে পেরেছ, তোমরা এটাকে নতুনভাবে গড়ে তুলতেও পারবে।”
ড. ইউনূস আরও বলেন, “এখন আমাদের দায়িত্ব হলো, যা অর্জন হয়েছে তা তরুণ প্রজন্মের মাধ্যমে বাস্তবায়ন করা। সরকারকে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।”
অবশেষে, তিনি বলেন, “সারা বাংলাদেশ একটি পরিবার। আমরা সবাই একসঙ্গে চলতে চাই, এবং আমাদের মধ্যে যে বিভেদ আছে তা দূর করতে চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং দেশের জন্য সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চাই।”
উল্লেখ্য, আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানাতে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।