ঢাকা-কলকাতা রুটে ট্রেনের ট্রিপ বাড়লো

কলকাতায় ঢাকার মানুষের যাতায়াত বাড়ছে। বিষয়টি মাথায় রেখে ঢাকা-কলকাতা রুটের ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’র ট্রিপ একদিন বাড়ানো হয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে মঙ্গলবার সকালে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ ট্রিপ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, ট্রেনটি আগে সপ্তাহে চার দিন চলত, এখন থেকে চলবে পাঁচ দিন। অর্থাৎ শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা-কলকাতা রুটে ট্রেনটি চলাচল করবে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে বিকেল ৪টায়। প্রতি সোম ও বৃহস্পতিবার বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ারসহ রয়েছে। এসি সিটের ভাড়া ৩ হাজার ৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৪৫৫ টাকা।