Save BB বা Save Bangladesh Bot দিচ্ছে করোনা তথ্য সেবা

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর হাসনাইন সারিখা। করোনা মহামারীর জন্য শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। তাই বলে জাতির এই ক্রান্তিকালে তরুণরা বসে থাকবে, তা কি করে হয়। সারিখা তার সহপাঠীদের সাথে যোগাযোগ করে, এই দুর্যোগে মানুষের পাশে কিভাবে থাকা যায় তা নিয়ে পরামর্শ করে। সবাই ত্রাণ ও অন্যান্য ভাল কাজ করছে, আমাদেরও কিছু করা উচিত। তাই বন্ধুরা সবাই মিলে ঠিক করলো এখন মানুষের সব থেকে বেশি দরকার সঠিক তথ্য ও আপদকালীন করণীয়। সঠিক তথ্য ও বিপর্যয় মোকাবেলায় করণীয় সম্পর্কে জানতে পেলে মানুষ তা কাজে লাগাতে পারবে।

সেই চিন্তা থেকেই টিম সদস্যরা বিভিন্ন জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রের তথ্য জমানো শুরু করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জার গ্রুপ খুলে। যার নাম করা হয়েছে “Save BB. এর সেবা সম্পর্কে তারা জানায়,”Save BB” বা “Save বাংলাদেশ” BOT একটি চ্যাটবট যেটাকে বানানো হয়েছে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে। পেইজের মেসেজ বাটনে চাপলেই সরাসরি মেসেঞ্জার পেইজটি আসবে। ফেসবুক লাইট থেকে ব্যবহার করতে হলে টাইপ করতে হবে ” Hey Save Bangladesh Bot”

যা যা আছেঃ
১. প্রতিরোধ,লক্ষণসহ করোনা শিক্ষা ২.IECCR সকল হটলাইন ৩.NSU সকল হটলাইন ৪.বাংলাদেশের সকল থানার ওসির নাম্বার ৫.গতদিন এবং বর্তমান দিনের করোনা আপডেট ৬.করোনা বিশেষায়িত হাসপাতালের নাম্বার ৭.১৭ টি করোনা টেস্ট ল্যাব নাম্বার ৮.”সত্য নাকি গুজব” পার্টটিতে আছে জনপ্রিয় কিছু গুজব খন্ডন ৯.স্বাস্থ্য বাতায়নসহ সকল সরাসরি সকল হটলাইন সেবার নাম্বার ১০.টেলিমেডিসিন সার্ভিস ১১. লকডাউন করা এলাকা ১২. ঝুকিপূর্ণ এলাকা ১৩. এম্বুল্যান্স সেবা ১৪. প্রাথমিক করোনা টেস্ট ১৫. ত্রাণ সহায়তা পাওয়ার জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত নাম্বার

কেন ব্যবহার করবঃ আপনি ভাবতেই পারেন সব তথ্য তো টিভি বা নেটেই পাচ্ছি তাহলে বট কেন? ধরুন আপনার খুব প্রয়োজন পুলিশের নাম্বার, অথচ আপনার ফোনে টাকা/এমবি নেই,ওয়াইফাইও নেই অথবা ইমার্জেন্সি সময়টাতে নেট এতো স্লো যে কিছুই করতে পারছেন না। আমরা সবাই জানি মেসেঞ্জার, ফেসবুক লাইট গ্রামীনফোন, এয়ারটেল,রবি সিমে ফ্রি। খুব দ্রুত সময়ে আপনি এতগুলো তথ্য পেয়ে যাবেন হাতের নাগালে।

চ্যাটবটটি আপনাকে-
১.গুজব থেকে বাঁচিয়ে রাখবে
২.বিনামূল্যে এবং বিনা পরিশ্রমে সেবা দেবে
৩.স্বল্পতম সময়ে প্রয়োজনীয় হটলাইন ও টেলিমেডিসিন নাম্বার সরবরাহ করবে।

Save BB (এই নামে একটি ফেসবুক পেইজও আছে) নামে। এখানে যে সকল তথ্য পাওয়া যাবে: চ্যাটবটটাকে আপাতত করোনাকে সামনে রেখে বানানো হলেও করোনা পরিস্থিতি শেষেও এটি হেল্প করবে মানুষকে corona.gov.bd WHO,স্বাস্থ্য বাতায়নে আছে এমন প্রায় সব সার্ভিস বটটিতে আছে।

এই সম্পূর্ণ কাজের ফাউন্ডার হিসেবে আছেন সারিখা এবং তার সাথে এই কাজে সহযোগিতা করছে অন্য সদস্যরা হলেন-  সার্বিক পরিচালনা: সারিখা কমান্ডার্স: মেন্টর:সৌরদিপ সাহা (বুয়েট ME HSC’17) -বখতিয়ার উদ্দিন ভূইয়া রাফি -শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি -HSC 2019 BUTEX-46 নুসরাত জেরিন মিশি,সিনথিয়া তাসনিম,নাফিজ হাসান হিরা, এম কে হাসান রাব্বি,ফাইরোজ ইবনাত মীম, ইমরান আহমেদ নোমান, মনজুর তাসনিম, আলম রাইয়ান, সিফাত তাসিন, আদিব খান, আবিদ হাসান, সাজেদুর রহমান,দিপা সাহা, মেহরাজ ইমন, আজমাইন মাহাতাব হোসেন, আন্দালিব তৈমুর আলি, মাহমুদ হাসান, প্রতীক আহমেদ ফাহাদ। তাদের পরিকল্পনা আছে কিভাবে আরো দ্রুত ও সহজে বেশি সংখ্যক মানুষের মাঝে তথ্য পৌছানো যায়। তা নিয়ে কাজ করছে। সারিখার সাথে যোগাযোগ রাখছেন সম্মিলিত সামাজিক আন্দোলন ও ইয়েস বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সংগঠক তুষার আবদুল্লাহ।  এছাড়াও আছেন সাফকাত জিয়ন, রায়ান আনাম পান্থ, আহনাফ তাহমিদ, মালিহা রাহমান, সুস্মিতা পাল, কাব্য নাথ, শরিফুল ইসলাম, শফিক কামাল, মাহমুদুর রহমান, তামজিদ রাহমান, সুমাইয়া বিনতে হাসান ও সাইফুল সাদ। তাদের প্রচেষ্টা, দেশের এ পরিস্থিতিতে ভুল তথ্য নয়, সহায়তা ছড়িয়ে দিন আর প্রার্থনা করুন বাংলাদেশ যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়।