ঢাকার উত্তর টোলারবাগে আরও ৪০ ভবন লকডাউন

রাজধানীর মিরপুর উত্তর টোলারবাগের আরও ৪০ ভবন লকডাউন করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে এই এলাকার ১টি ভবনে করোনায় আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হওয়ায় লকডাউন করে স্থানীয় লোকজন। কিন্তু সন্ধ্যার পর স্থানীয়দের মাঝে নানান আশঙ্কা দেখা দিলে, গত রাত সাড়ে ১১টার দিকে ওই ভবনটির আশপাশের আরও ৪০টি ভবন লকডাউন করা হয়। গত রাতেই স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে আইইডিসিআর।
হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, তা চিহ্নিত করা যায়নি। তাই আইইডিসিআর জানিয়েছে, সেখানে আরও আক্রান্ত থাকতে পারেন।
মিরপুর বিভাগের পুলিশের এসি মিজানুর রহমান বলেন, আমরা প্রতিটি বাসায় বাসায় গিয়ে মানুষকে সচেতন করে দিয়ে এসেছি। তারা যেন বাসা থেকে বের না হয়। তাছাড়া ওই এলাকায় চলাচল সীমিত রাখার কথাও বলা হয়েছে।