রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) ভোররাতে ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে বলে সন্ধ্যার দিকে নিম্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহত ফিরোজ খান (২৮) পালংখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকের মাহমুদ শরীফের ছেলে।

ওসি শামীম জানান- বুধবার ভোররাতের দিকে উখিয়া থানাধীন ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। পরে এসআই দুর্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ।

New Era IT Village

  • Save